শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সাবেক রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তার সম্পদ জব্দের নির্দেশ

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তার জমি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের আবেদন ও আদালতের আদেশ

দুদকের উপ-সহকারী পরিচালক আইনুন্নাহার রাইহান আদালতে আবেদন করেন যে, আসামি হনুফা আক্তার রিক্তা ও তার স্বামী মুজিবুল হক পরস্পর সহযোগিতায় ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে নিজেদের ভোগদখলে রেখেছেন।

আদালত আবেদনটি পর্যালোচনা করে রিক্তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

জব্দ ও অবরুদ্ধ সম্পদের বিবরণ

দুদকের তদন্ত অনুযায়ী, জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে—

  • কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই মৌজায় সাড়ে ৩৩ শতক জমি,
  • রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় ৪৭৮০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকা।

অপরদিকে, পাঁচটি ব্যাংক হিসাবে ১৯ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের পটভূমি

দুদক সূত্রে জানা গেছে, মুজিবুল হক সরকারি দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে আয়-ব্যয়ের অসঙ্গত সম্পদ অর্জন করেন।

এই ঘটনায় দুদক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা,

এবং মুজিবুল হকের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করেছে।

দুদকের আবেদনে বলা হয়,

“মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত বা তার স্বার্থ-সংশ্লিষ্ট স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”

পরবর্তী পদক্ষেপ

মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্ত শেষে সম্পদের উৎস, অর্থপাচার বা জালিয়াতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

সূত্র: আদালত নথি ও দুর্নীতি দমন কমিশন (দুদক)


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন