শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

‘বার্লিন’ ম্যাজিকে ইয়াবা পাচার ভেস্তে গেলো: বিজিবির হাতে যাত্রীবাহী বাসযাত্রী গ্রেপ্তার

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) মাদক শনাক্তকারী কে–নাইন (K-9) ডগ ‘বার্লিন’ এর তৎপরতায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ এক মাদক কারবারি ধরা পড়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টেকনাফ–ঢাকা রুটের ইউরো কোচ (ঢাকা মেট্রো–ব–১২–১৩২৪) বাসটি টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়।

তল্লাশির সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘বার্লিন’ এক যাত্রীর শরীরে মাদকের উপস্থিতির সংকেত দেয়। এরপর বিজিবি সদস্যরা সন্দেহভাজন যাত্রীর গতিবিধি পর্যবেক্ষণ করে বিস্তারিত তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনাস্থলেই যাত্রীকে আটক করা হয়।

আটক ব্যক্তির পরিচয়

আটক ব্যক্তির নাম মো. সানি হোসেন (৪০), পিতা আলী হোসেন, মাতা বেবী বেগম।

তিনি বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির অবস্থান

বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—

“সীমান্তে মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে অভিযান আরও জোরদার করা হবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন