শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

শিশু শান্তি পুরস্কারে মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত দেবনাথ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৫-এর জন্য বাংলাদেশের সাতক্ষীরার কিশোর সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ মনোনীত হয়েছেন। শিশুদের অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে তাঁর সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন এই মনোনয়ন ঘোষণা করেছে।

মাত্র ১৫ বছর বয়সী সুদীপ্ত ইতোমধ্যেই শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা গড়ে তোলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি গত তিন বছর ধরে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনা রোধে নিয়মিত কাজ করে যাচ্ছেন।

তার উদ্যোগে একাধিক গ্রামে বাল্যবিয়ে বন্ধ হয়েছে এবং বহু পরিবার তাদের সন্তানদের পড়াশোনায় পুনরায় সম্পৃক্ত করেছে।

সচেতনতায় তরুণ নেতৃত্ব

শুধু মাঠপর্যায়েই নয়, অনলাইনেও সুদীপ্ত গড়ে তুলেছেন এক বিশাল সচেতনতামূলক প্ল্যাটফর্ম। তিনি ওয়েবিনার, সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণা এবং ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে হাজারো কিশোর–কিশোরীর কাছে শিশু অধিকার, অনলাইন নিরাপত্তা ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে বার্তা পৌঁছে দিচ্ছেন।

এছাড়া স্থানীয় স্কুল ও সম্প্রদায়ভিত্তিক কর্মশালায় তিনি নেতৃত্ব দিয়ে শিশুদের আত্মবিশ্বাস ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন।

শিক্ষার্থী থেকে সমাজকর্মী

চলতি বছর সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সুদীপ্ত এখন সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়ছেন। শহরের মাস্টারপাড়ার বাসিন্দা, তিনি যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের একমাত্র সন্তান।

অত্যন্ত অল্প বয়সেই তিনি উপলব্ধি করেছেন, “শিশুদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা মানেই একটি টেকসই সমাজ গড়া।”

নিজের অনুভূতি

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত বলেন,

“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্ববান করেছে। শিশুদের জন্য কাজ করতে আমি আনন্দ পাই। ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে চাই।”

আন্তর্জাতিক প্রেক্ষাপট

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অবস্থিত কিডসরাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পরিবর্তন-স্রষ্টাদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত করে থাকে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে ২০২৫ সালের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ থেকে পূর্বে এই পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মালালা ইউসুফজাইয়ের সহ-পুরস্কারপ্রাপ্ত কিশোরী সাদিয়া রহমান (২০১৭) এবং পরিবেশবাদী শিক্ষার্থী তাসনিয়া রহমান (২০২২)।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন