বুধবার, ৮ অক্টোবর ২০২৫

দুর্গাপূজা ঘিরে সারাদেশে পুলিশি তৎপরতা: ৭১ হাজারের বেশি সদস্য মোতায়েন

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশে পূজা শুরু হয়েছে। প্রায় ৩২ হাজার মণ্ডপে চলছে পূজার আয়োজন। নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।

পুলিশ সদর দপ্তর জানায়, পূজার সময় সারাদেশে মোট ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন হচ্ছে।

চলতি মাসের শুরু থেকে অল্প কিছু স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি প্রশমিত হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনা মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের কারণে ঘটেছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত নয়টি ঘটনার মধ্যে তিনটিতে জিডি এবং ছয়টিতে মামলা হয়েছে। ইতোমধ্যেই ছয়জন আসামি গ্রেফতার হয়েছে এবং তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন