বুধবার, ৮ অক্টোবর ২০২৫

লালবাগে ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজের গলায় বটির আঘাত নাকি হত্যা, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি নিজের গলায় বটির আঘাত করে আত্মহত্যা করেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আরএনডি রোডের জমজম টাওয়ারের ৬ষ্ঠ তলা থেকে মরদেহ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পুলিশের বক্তব্য

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, “পরিবার জানিয়েছে, নজরুল ইসলাম নিজেই বটির আঘাতে মারা গেছেন। তবে সিআইডি ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”

পরিচয় ও পারিবারিক তথ্য

নিহত নজরুল ইসলাম ইমামবাগ এলাকার স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে চাকরি করতেন। তিনি স্ত্রী ফাহিমা শারমিন, এক সন্তান ও শাশুড়িকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

পরবর্তী পদক্ষেপ

পুলিশ জানিয়েছে, পরিবারের বক্তব্য, ফরেনসিক আলামত এবং ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন