বুধবার, ৮ অক্টোবর ২০২৫

মানবতাবিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল

২৯ সেপ্টেম্বর হাজিরের নির্দেশ

কুষ্টিয়ায় সাতটি হত্যাকাণ্ডসহ মোট আটটি মানবতাবিরোধী অপরাধ এবং উসকানির অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত অভিযোগগুলো গ্রহণ করে। প্রতিবেদনে বলা হয়, ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার নিজ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ইনু। তবে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন