বুধবার, ৮ অক্টোবর ২০২৫

আগারগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

রাজধানীর আগারগাঁও তালতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জনতা হাউজিংয়ের গেটের সামনে ফুটপাতে চা-সিগারেট বিক্রি করতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবলুকে প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।

নিহতের বেয়াই আব্দুর রউফ জানান, বাবলুর বাড়ি কিশোরগঞ্জে হলেও তিনি পরিবার নিয়ে তালতলা জনতা হাউজিং এলাকায় বসবাস করতেন। কয়েকদিন আগে বাবলুর মায়ের চায়ের দোকানটি রুহুল আমিন নামে স্থানীয় এক ব্যক্তির দখলে চলে যায়। মঙ্গলবার রাতে এ দোকান দখলকে কেন্দ্র করে বাবলু ও রুহুল আমিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল আমিন লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করে। এসময় তার ছোট দুই ভাই বুলবুল, মকিদুল এবং বেয়াই মাহতাবকেও মারধর করে আহত করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, বাবলুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরেবাংলা নগর থানাকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন