বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সাত কলেজ ঘিরে সংকট : শিক্ষকদের আন্দোলনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করে শিক্ষকদের আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, তারা একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা কলেজের শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল বের করেন। শিক্ষার্থীরা দ্রুত অধ্যাদেশ জারি করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা”, “অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো”, “শিক্ষা নিয়ে টালবাহনা, চলবে না চলবে না” এবং “সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি মেনে সরকার যখন নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, তখন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা আন্দোলনে নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।

তাদের বক্তব্যে আরও বলা হয়, সরকারি পদে থেকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামা আসলে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন। শিক্ষার্থীদের অভিযোগ, এতে উচ্চশিক্ষার মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন