বুধবার, ৮ অক্টোবর ২০২৫

সিলেটে সাদাপাথর লুট: বরখাস্ত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাটের মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম।

মামলার পটভূমি

সাদাপাথর রেলওয়ের সংরক্ষিত বাঙ্কার এলাকায় পাথর লুটের ঘটনায় খনিজ সম্পদ ব্যুরো মামলা দায়ের করে। মামলায় দেড় থেকে দুই হাজার অজ্ঞাতনামা আসামি করা হলেও সাহাব উদ্দিন অন্যতম অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন। এ ঘটনার পর বিএনপি থেকে তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয়।

পালিয়ে বেড়ানো ও অভিযোগ

গ্রেফতারের আগে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন সাহাব উদ্দিন। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও এসএমপির কোতোয়ালি থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। জেলা প্রশাসনের তদন্ত রিপোর্ট, দুদকের তালিকা এবং মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত রিপোর্টে তাকে সাদাপাথর লুটপাটের মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ

পাথর লুটের অভিযোগ ওঠার পর উপজেলা সভাপতির পদ ছাড়াও বিএনপির সব পদ থেকে বহিষ্কার হন সাহাব উদ্দিন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন