বুধবার, ৮ অক্টোবর ২০২৫

জাকসু নির্বাচনে অসঙ্গতি-অনিয়মের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ বলেন, “আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে ও চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট এবং হলগুলোতে সাবেক ছাত্রদল কর্মীদের সক্রিয় দেখা গেছে। আরিফ উল্লাহর দাবি, ছাত্রদল সমর্থিত প্যানেল বিভিন্ন হলে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং ক্যাম্পাসের চারপাশে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে।

ব্যালট পেপার ও ওএমআর ছাপানো নিয়ে ওঠা বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “এইচআরসফট বিডি নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অথচ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রোকমুনুর জামান রনি বিএনপি সমর্থক। অথচ এ নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।”

আরিফ উল্লাহর মতে, নির্বাচন কমিশনের যথাযথ প্রস্তুতির অভাবেই এই অনিয়মগুলো ঘটছে এবং এর দায় তাদেরই নিতে হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন