বুধবার, ৮ অক্টোবর ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন, রাজপথে থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, “আমাদের ঐক্যকে আরও দৃঢ় করতে হবে। ঐক্যবদ্ধভাবে থেকে যত ষড়যন্ত্র আসুক না কেন, আমরা তা প্রতিহত করবো। আগামী বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।”

সমাবেশে তিনি ‘আগামীর বাংলাদেশ’ কেমন হবে তা তুলে ধরে বলেন, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও প্রশাসনসহ মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে একটি সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা হবে। তিনি উল্লেখ করেন, বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো যৌথভাবে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, যা ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রূপরেখা।

ডা. জাহিদ আরও বলেন, “আমরা ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলব। যাতে ফ্যাসিবাদ বা তাদের দোসররা কোনোভাবে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়।”

সমাবেশে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর)-এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকনসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটু।

সমাবেশের শিরোনাম ছিল— ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও।’


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন