বুধবার, ৮ অক্টোবর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন পরিচালকের সাক্ষাৎ

গতকাল (১০ সেপ্টেম্বর) ঢাকায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা মিশেল শটারকে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নের অংশীদার এবং পরীক্ষিত বন্ধু। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমশক্তি ইইউভুক্ত দেশে কাজ করছে। বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে সরকারের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি ইইউকে আরও শ্রমিক গ্রহণের আহ্বান জানান।

মিশেল শটার বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসনবিরোধী রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি নাগরিক অবৈধ পথে প্রবেশ করছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশকে আরও কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দেন এবং বিশেষ করে পুলিশ সংস্কারের বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ইতোমধ্যে মানব পাচার সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং প্রাসঙ্গিক আইনের সংশোধন প্রক্রিয়া চলছে। পুলিশ সংস্কারের কাজও চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে সীমান্ত সুরক্ষা জোরদার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন।

ইইউ পরিচালক মিশেল শটার এ বিষয়ে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মিশেল মিলার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন