বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কভার করার সময় মারা গেছেন চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম (তারিক শিবলী), বয়স ৪০ বছর।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। টিএসসি কাভার শেষে কার্জন হলে গিয়ে লাইভ সম্প্রচার করেন। পরে অফিসে ফেরার প্রস্তুতি চলাকালে হঠাৎ কার্জন হলের গেটের সামনে মাথা ঘুরে পড়ে যান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকর্মীরা জানিয়েছেন—হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, তারিক শিবলীর বাসা টঙ্গীর বনমালা রোডে, আর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন