বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ডাকসু নির্বাচনে পুলিশের অলস সময় কাটানো নিয়ে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনেককে অলস সময় কাটাতে দেখা গেছে।

মঙ্গলবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন হলে ঘুরে দেখা যায়, বুথ কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যরা দায়িত্বে থাকলেও দীর্ঘ সময় বসে গল্প বা আড্ডায় কাটাচ্ছেন। সকাল সাড়ে নয়টার দিকে কার্জন হলে গিয়ে দেখা যায়, বুথ থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে ২০-২৫ জন পুলিশ সদস্য মাটিতে বসে আছেন। অন্যদিকে ভেতরে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

একইভাবে সকাল ১১টার দিকে টিএসসি মোড়ে পুলিশের সোয়াত বাহিনীসহ আরও বেশ কয়েকটি বাহিনীর সদস্যদের অলস বসে থাকতে দেখা যায়। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (ইউল্যাব) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে পুলিশ সদস্যদের আড্ডা ও গল্পে সময় কাটাতে দেখা গেছে।

তবে পুলিশ সদস্যদের দাবি, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা শৃঙ্খলাপূর্ণভাবে ভোট দিচ্ছেন, কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতে, নির্বাচন সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকলেও তাদের অধিক সক্রিয় ও তৎপর ভূমিকা প্রত্যাশিত।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন