বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার প্রদান করেন পোলিং অফিসার জিয়াউর রহমান। বিষয়টি জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি যে অনিচ্ছাকৃত তা অভিযোগকারী ভোটার নিজেও স্বীকার করেছেন। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রশাসন জানিয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর এবং কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন