বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই অভিযোগ করেন।

মুসাদ্দিক আলী বলেন, “ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে এবং লিফলেট বিতরণ করছে। তারা বলছে এগুলো ভোটারদের তথ্য, কিন্তু প্রকৃতপক্ষে যদি ভোটারদের তথ্য হতো তবে সেখানে ভোটারদের নাম লেখা থাকতো, প্রার্থীদের নয়।”

তিনি আরও বলেন, “তারা যা করছে, তাতে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে বিষয়টি জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছি। যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ধরে নিতে হবে নির্বাচন কমিশন ছাত্রদলকে সুবিধা দিচ্ছে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন