রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জাসদের নিন্দা ও প্রতিবাদ: জাতীয় পার্টির অফিসে হামলা এবং নূরা পাগলার দরগার ঘটনায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ

জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ একাধিক ঘটনায় সরকারের ব্যর্থতা ও গণতান্ত্রিক পরিক্রমার ওপর আঘাতের অভিযোগ তুলেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দুইটি পৃথক বিবৃতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং রাজবাড়ীর গোয়ালন্দে নূরা পাগলার দরগায় লাশ উত্তোলন ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

জাতীয় পার্টির কার্যালয়ে হামলায় নিন্দা

জাসদের বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা রাজনৈতিক ভিন্নমত দমনের ঘৃণ্য অপচেষ্টা। এটি বাংলাদেশের গণতান্ত্রিক পথপরিক্রমায় এক বর্বর দৃষ্টান্ত স্থাপন করছে, যা কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে হামলাকারীদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

নূরা পাগলার দরগায় অগ্নিসংযোগের ঘটনায় তীব্র সমালোচনা

জাসদ একই দিনে প্রকাশিত আরেক বিবৃতিতে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় নূরা পাগলার কবর থেকে লাশ উত্তোলন ও জাতীয় মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনাকে “নৃশংস ও বর্বর” হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের পর থেকে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী তৌহিদী জনতার নামে পীরের দরগাহ, মাজার শরীফ ও ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে আসছে। কিন্তু সরকারের নির্লিপ্ততার কারণে শতাধিক ঘটনায় দোষীরা এখনো গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি হয়নি।

জাসদ অভিযোগ করে বলেছে, সরকারের ব্যর্থতার কারণে ধর্মীয় উগ্রবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দলটি ঘটনাটির দ্রুত তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন