রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নুরকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, আক্রমণের বিচার দাবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে তিনি হাসপাতালে নুরকে দেখে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, নুরের ওপর হামলা খুবই উদ্দেশ্যমূলকভাবে চালানো হয়েছে। তিনি জানান, “নুরুল হক নুরের নাক দিয়ে এখনও রক্তপাত হচ্ছে। কী উদ্দেশ্যে, কারা এবং কেন এ হামলা চালালো, সেটি তদন্ত করে বের করতে হবে এবং এর বিচার হওয়া উচিত।” তিনি আরও বলেন, নুরকে বিশেষ ব্যবস্থায় বিদেশে চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “সরকারের দেখা উচিত, এসব হামলা কোথা থেকে হচ্ছে। যদি তারা তা বন্ধ করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা নিজেরাই কমান্ড ধরে রাখতে পারছেন না।”

রাজবাড়ীতে মাজার ভাঙচুরের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। নির্বাচনকে সামনে রেখে আরও নানান পরিস্থিতি তৈরি করা হবে, যাতে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়। তিনি যোগ করেন, “বিশ্বের প্রভাবশালী একজনের বক্তব্য শুনে মনে হচ্ছে দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় যাচ্ছে না, বরং অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন