বুধবার, ৮ অক্টোবর ২০২৫

নুর এখনও পুরোপুরি সুস্থ নন, বিদেশে নেয়া হতে পারে: গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, নুরের নাক বেঁকে গেছে, মুখে খেতে পারছেন না, নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। মাথায় আঘাত পাওয়ায় একা দাঁড়াতে বা হাঁটতেও পারছেন না। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা রয়ে গেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাশেদ খান। তিনি বলেন, “চিকিৎসকরা সুস্থ বললেও নুর এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ওয়াশরুমে যেতেও সহায়তা করতে হচ্ছে। মস্তিষ্কে আঘাতের কারণে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। স্বাস্থ্য উপদেষ্টা তার উন্নত চিকিৎসার উদ্যোগ নিয়েছেন। আগামী সপ্তাহে তাকে দেশের বাইরে নেয়া হতে পারে।”

রাশেদ খান অভিযোগ করেন, “আমরা জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত করেছি। তাদের পুনর্বাসনের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে।”

তিনি আরও বলেন, “হাসপাতালে নুরের ছয় দিন অতিবাহিত হলেও সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। ভিডিও ফুটেজ থাকার পরও হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা সরকারের ব্যর্থতা। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এ ধরনের হামলার সুযোগ নেই। তাই আমরা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন