রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি চাইলেন জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে—সে সময়ে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে জনগণের দাবির প্রেক্ষিতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন, এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “জুলাই সনদ শুধু কাগজে সীমাবদ্ধ না থেকে আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় এটি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন-পরবর্তী রাষ্ট্র কাঠামোর জাতীয় রূপরেখার মতো কেবল কাগুজে দলিল হিসেবেই পড়ে থাকবে।”

মঙ্গলবার (২৬ আগস্ট) মতিঝিল উত্তর থানা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতিঝিল থানা আমীর শামসুল বারির সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মওলানা রবিউল বারি। বিশেষ অতিথি ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাসিম বিল্লাহ।

ড. হেলাল উদ্দিন গত বছরের ৩ আগস্টের ঘটনায় আওয়ামী লীগের ভূমিকা উল্লেখ করে বলেন, “সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী বাহিনী ও রাষ্ট্রীয় শক্তি গণহত্যা চালায়। রক্তে ভেসে যায় রাজপথ, কিন্তু ছাত্র-জনতা আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। প্রাণের মায়া বিসর্জন দিয়ে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়েছে।”

তিনি আরও বলেন, ছাত্র-জনতার টানা ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে বিপ্লবী আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি আনতে দীর্ঘ এক বছর লেগেছে, কারণ রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বদিচ্ছা, আন্তরিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ থাকলে জনগণের এই দাবিগুলো এক মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব।”

এ সময় জামায়াতে ইসলামী শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, খাদ্য ও বস্ত্রসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে অতীতে ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসিনি, তবু মানুষের পাশে ছিলাম। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন