বুধবার, ৮ অক্টোবর ২০২৫

রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসু ভিপি প্রার্থীকে পুলিশে দিলো প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়ে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জালাল ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলছিল। তারই জেরে রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে শব্দ করলে ঘুম ভাঙে রবিউলের। তিনি প্রতিবাদ করলে জালাল ক্ষিপ্ত হয়ে তাকে ‘অবৈধ বহিরাগত’ বলে গালমন্দ করেন এবং ছুরি দিয়ে গলায় আঘাত করেন।

চিকিৎসাধীন রবিউল বলেন, “আমি তাকে বলেছিলাম শব্দ না করতে, কারণ সকালে লাইব্রেরিতে যেতে হবে। তখনই সে রেগে গিয়ে আমাকে বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে ছুরি দিয়ে আঘাত করে।”

অন্যদিকে জালাল আহমদ তার ফেসবুকে আহত অবস্থার ছবি পোস্ট করে দাবি করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে অবৈধ ও বহিরাগতদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি চলাকালে রুমমেট রবিউল আমাকে মারধর করেছে।”

ঘটনার পর শিক্ষার্থীরা জালালের রুম ঘেরাও করলে তিনি ভেতরে নিজেকে আটকে রাখেন। পরে প্রক্টর ও হল প্রভোস্টের উপস্থিতিতে তাকে বের করে পুলিশে সোপর্দ করা হয়।

হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই জালাল আহমদকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। রাতেই পুলিশকে অবহিত করা হয়েছে এবং মামলা দায়ের করা হবে।”

বর্তমানে জালাল শাহবাগ থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন