শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সাংবাদিককে হুমকি, ঢাকা কলেজ ছাত্রদল নেতার পদ স্থগিত

সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য খাইরুল ইসলাম খোকনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম খোকনের পদ স্থগিত করা হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. ফয়সাল আহমেদ “ঢাকা কলেজ ছাত্রদল নেতা খাইরুলের বিরুদ্ধে ছাত্রলীগ আশ্রয়ের অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করলে খোকন তাকে মামলার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ফয়সাল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে, খোকন তাকে ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) সিনিয়র সহ-সভাপতি রহমতউল্লাহকে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে পাল্টা পোস্ট দেন। তবে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।

এছাড়া ক্যাম্পাসে সাংবাদিকদের ‘জাউরা’ বলে অশালীন মন্তব্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার পর শনিবার সন্ধ্যায় ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। তারা ‘ঢাকা কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ছাত্রলীগের পুনর্বাসন হবে না হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন কেন্দ্রীয় সংসদকে অবহিত করেন। এর ভিত্তিতেই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন