বুধবার, ৮ অক্টোবর ২০২৫

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক পারসুমা আলম ও মো. হারুনুর রশীদ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ও কোম্পানির পরিচালক আফছানা বিলকিস, পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার, এবং রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিকদার ফারুক এ আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সচিব আরিফুল ইসলাম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন