বুধবার, ৮ অক্টোবর ২০২৫

চাল কেবল মানুষের খাদ্য নয়, পশু-পাখিরও প্রধান খাদ্য: খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চাল শুধু মানুষের খাদ্যের জন্য নয়; গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছসহ বিভিন্ন প্রাণীরও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই চালের উৎপাদনের সঙ্গে বাজারে চাহিদার বহুমুখী সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “যারা চাল আনেন, তারা মূলত বাজারে লাভের সুযোগ দেখেই আনছেন।”

বুধবার (২০ আগস্ট) সকালে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগীয় কমিশনার, আট জেলার জেলা প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে চলমান খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, লাইসেন্সধারীদের কতদিন এবং কী পরিমাণ চাল বা খাদ্যশস্য মজুদ রাখার নিয়ম থাকে, তা লাইসেন্সে উল্লেখ রয়েছে। কেউ লাইসেন্স ছাড়া মজুদ করলে বা শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার চাল তেঁতুলিয়ায় উদ্ধারের বিষয়ে তিনি জানান, তখন খাদ্যবান্ধব কর্মসূচি চালু ছিল না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কোনো অনিয়ম পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

আলী ইমাম মজুমদার আরও জানান, বর্তমানে চালের বাজার নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারের নজরদারিও অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন