শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বিদেশস্থ বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোবৃত্তি ও পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

রোববার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিদেশস্থ বাংলাদেশ মিশনে পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব ও দ্বিতীয় সচিব হিসেবে পদায়নের লক্ষ্যে নির্বাচিত কর্মকর্তারা অংশ নেন।

উপদেষ্টা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। রেমিট্যান্স প্রেরণ করে তারাই দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তাদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যাই বেশি। তাই পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের উচিত তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, সেবামূলক মনোভাব দেখানো এবং সুসম্পর্ক বজায় রাখা।

তিনি আরও বলেন, সিভিল সার্ভিসের মান সমুন্নত রাখতে হবে। কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করা যাবে না। দেশের মান-মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এছাড়া মিশনের অভ্যন্তরে কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে সুন্দর কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন