রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জিয়ার মাজারে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি — দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না: ডা. জাহিদ

দেশের মানুষ পিআর (Proportional Representation) পদ্ধতি বোঝে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে জনগণকে দাবিয়ে রাখা যাবে না, অতীতেও যায়নি। যারা বলেন দেশে নির্বাচন হতে দেবেন না, তাদের কথায় স্বৈরাচারের পদধ্বনি শোনা যায়।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত নেতারা তার সঙ্গে ছিলেন। তারা জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করেন।

ডা. জাহিদ বলেন, “আজকে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্রের কথা শুনছি। প্রধান উপদেষ্টা নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। অথচ কেউ কেউ সরকারের অংশে থেকেও বলছেন— এটা হতে দেব না। জনগণ পিআর পদ্ধতি কোনোদিন প্র্যাকটিস করেনি, তাই তারা তাদের সরাসরি নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারাই পিআর পদ্ধতির কথা বলে।”

তিনি অভিযোগ করেন, “মব কালচারের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা। অতীতে গুম, খুন ও নির্যাতন দিয়েও জনগণকে দাবিয়ে রাখা যায়নি, এবারও যাবে না। এখন সময় এসেছে নির্বাচনের পরিবেশ তৈরির।”

ড্যাবের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, “ড্যাবের নির্বাচন একটি মাইলফলক। বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের পক্ষে কথা বলে। আমরা একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করব।”

প্রসঙ্গত, গত ৯ আগস্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ড্যাবের কাউন্সিলে হারুন-শাকিল প্যানেল পূর্ণ জয় লাভ করে। মোট ৩,১৩১ ভোটারের মধ্যে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ পান ১,৩৬৯ ভোট এবং মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল পান ১,৪৫৮ ভোট। বিপরীতে আজিজ-শাকুর প্যানেলের কেউ জয়ী হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন