রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন

জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও অংশগ্রহণমূলক পরিবেশে আজ (৫ আগস্ট) পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। একইসঙ্গে পুরো আগস্ট মাসজুড়ে দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ গ্রাফিতি প্রদর্শনী’।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের একটি ইতিহাসগড়ার অধ্যায়, যা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস চর্চা ও দেশ গঠনে উদ্বুদ্ধ করবে।”

রাষ্ট্রদূত আরও বলেন, “দেশের অর্থনীতির উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। বৈধ পথে আরও বেশি রেমিটেন্স পাঠানোর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।”

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও চেতনার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দেওয়া বাণী পাঠ করা হয়, এবং এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মরণ করা হয়।

উন্মুক্ত আলোচনা পর্বে জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল অভ্যুত্থানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নেওয়া প্রবাসী মুক্তিযোদ্ধা, ছাত্র এবং পেশাজীবীদের অভিজ্ঞতা ও মতামত।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন