শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে হাইকোর্টের রুল

৪ আগস্ট ২০২৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় কেন তাদের সেই সুযোগ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপবৃত্তি বিভাগের পরিচালককে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

রিটকারী পক্ষ জানায়, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না থাকায় বিষয়টি সংবিধানের ১৭ অনুচ্ছেদে বর্ণিত শিক্ষার সমান সুযোগের পরিপন্থী। এই প্রেক্ষিতে নরসিংদী জেলার বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম। তিনি বলেন, “সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও মেধাভিত্তিক বৃত্তির জন্য সমান সুযোগ পাওয়া উচিত। এটি মৌলিক অধিকার নিশ্চিত করার সঙ্গে সংশ্লিষ্ট।”

এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আদালত দিন ধার্য করবেন বলে জানা গেছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন