রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

“হাসিনাকে কেন পুশইন করছেন না?” — ভারতের প্রতি প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, “শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশইন করছেন না?” তিনি বলেন, যারা দুর্বৃত্ত, যারা ভারতে পালিয়ে গেছে, তাদের তো ফিরিয়ে দিচ্ছেন না। তাহলে ধর্ম বা ভাষার কারণে নিরীহ বাঙালি মুসলমানদের কেন জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে?

সোমবার দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে এ বক্তব্য দেন তিনি।

‘ভারত বেছে নেয় পছন্দের সরকার’

রিজভী অভিযোগ করেন, ভারত চায় বাংলাদেশে তাদের মনোনীত সরকার থাকুক, জনগণ পছন্দ করুক কি না করুক, তা তাদের দেখার বিষয় নয়। “যারা সাম্রাজ্যবাদী, যারা অন্য দেশের ওপর প্রভাব বিস্তার করতে চায়, তারা এমনই করে। শেখ হাসিনা ছিল সেই প্রভাব প্রতিষ্ঠার প্রতিভু—তাই তাদের মন খারাপ,”—বলেই যুক্তি তুলে ধরেন রিজভী।

ধর্ম ও ভাষার কারণেই পুশইন?

বক্তব্যে রিজভী বলেন, “পশ্চিমবঙ্গ বা ত্রিপুরায় প্রচুর বাংলা ভাষাভাষী মুসলমান আছেন। তাদের কাউকে কাউকে পুশইন করা হচ্ছে, শুধু মুসলমান এবং বাংলা ভাষী হওয়ায়। অথচ শেখ হাসিনাও তো বাংলা ভাষাভাষী, বাংলাদেশের নাগরিক এবং মুসলমান। তাকেও তো পুশইন করা যেত! কিন্তু তাকে তো করছে না।”

সরকারের প্রতি পুশব্যাক প্রশ্ন

ভারত থেকে পুশইন হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কী করছে, সেই প্রশ্নও তোলেন তিনি। বলেন, “আগে তো আমরা দেখেছি পুশব্যাক হয়েছে। এখন কেন পুশব্যাক করা যাচ্ছে না? সরকারের সাহস নেই, সক্ষমতাও নেই।”

রাজনৈতিক শৃঙ্খলা প্রশ্নেও অবস্থান স্পষ্ট

বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান রিজভী। “পুলিশকে বলেছি, আমাদের দলের নামে কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার দরকার নেই,”—বলেই স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে দলের অভ্যন্তরীণ অবস্থান স্পষ্ট করেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় মিলাদ মাহফিলে বিএনপির নেতৃবৃন্দ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য দেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন