শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মাইলস্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত, শোকপ্রস্তাবে উপদেষ্টা পরিষদ

ঢাকা, ২৪ জুলাই ২০২৫:

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শোকপ্রস্তাব গ্রহণ করেছে। সেই সঙ্গে ঘটনায় নিহত স্কুলের দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সম্মাননার ধরন ও প্রক্রিয়া শিগগিরই নির্ধারণ করা হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে নিহত ও আহতদের জন্য দোয়া ও প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়। আগামীকাল শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের জন্য ধর্ম মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে ক্ষতিপূরণ ও পুনর্বাসনসংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করবে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু। নিহতদের মধ্যে দুইজন শিক্ষিকাও রয়েছেন।

বিমান দুর্ঘটনা নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যসূত্রে নিহতের সংখ্যায় কিছুটা বিভ্রান্তি থাকলেও সর্বশেষ তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। এর মধ্যে ২৯ জনের মৃত্যুর বিষয়টি ইতোমধ্যেই সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়ার পর এ সংখ্যা বৃদ্ধি পায়।

সরকারের উচ্চপর্যায়ের এই শোকপ্রস্তাব ও রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত পরিবার ও সহকর্মীদের জন্য স্বীকৃতি এবং সান্তনার বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন