শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

দিয়াবাড়ি দুর্ঘটনা: আপাতত কাউকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি — বার্ন ইনস্টিটিউট পরিচালক

ঢাকা, ২৪ জুলাই ২০২৫

রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত কাউকেই দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।

বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আমাদের সঙ্গে প্রতিটি রোগীর অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে। এখনই কাউকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। তারা কয়েকদিন এখানে থেকেই পর্যবেক্ষণ করবেন।”

তিনি জানান, দুর্ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন রোগী চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—৮ জনকে ‘ক্রিটিকাল’, ১৩ জনকে ‘সিবিআর’ এবং ২৩ জনকে ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

ডা. নাসির উদ্দিন বলেন, “এই রোগীদের শারীরিক অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। তাই আমরা ১২ ঘণ্টা অন্তর মেডিকেল বোর্ডের মিটিং করছি। প্রতিটি রোগীর জন্য আলাদা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

সিঙ্গাপুরের চিকিৎসক দলের অবস্থানকাল বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “তারা কতদিন আমাদের সঙ্গে থাকবেন, সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে আলোচনা হয়নি। তবে তারা দগ্ধ রোগীদের বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন।”

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৭ জন নিহত এবং অন্তত ৭৮ জন আহত হন, যাদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন