শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা | ২০ জুলাই ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের জন্য এখনো সময় আছে। আমরা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।”

আজ শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, সভায় ডিএমপির সকল উপ-পুলিশ কমিশনার, র‍্যাবের কমান্ডিং অফিসার ও সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। তাদের কাছ থেকে বর্তমান ও পূর্ববর্তী সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলনামূলক বিশ্লেষণ চাওয়া হয়। অংশগ্রহণকারীরা সভায় জানান, বর্তমানে রাজধানী ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে গণগ্রেফতার হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, “কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেই নির্দেশনা দেয়া হয়েছে। যারা দোষী, কেবল তাদেরই গ্রেফতার করা হচ্ছে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে। মত প্রকাশের স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, “সাংবাদিকদের প্রশ্ন করার মধ্য দিয়েই প্রমাণ হয় এদেশে গণতন্ত্র চর্চা হচ্ছে। তবে মতপ্রকাশে ভাষার সততা ও শালীনতা বজায় রাখা জরুরি।”

স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন