শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৮ জনকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আরও একজন গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। পরে পাঁচজনের মৃতদেহ এবং একজন আহতকে প্রথমে একটি ভ্যানে, সেখান থেকে পুলিশের গাড়িতে তোলা হয়। এরপর পুলিশের গাড়িতেই ওই ছয়জনকে, যার মধ্যে একজন জীবিত ছিলেন, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহতরা হলেন সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি, আবুল হোসেন এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, পলাতক আসামিদের মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামের নাম রয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ না করলে তাদের অনুপস্থিতিতেই মামলার বিচারকাজ চলবে বলে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন