শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

‘নোটস অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহ করছে তথ্য মন্ত্রণালয়

ঢাকা, ১৫ জুলাই ২০২৫:

গণঅভ্যুত্থানের স্মৃতিকথা সংরক্ষণের লক্ষ্যে ‘নোটস অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে স্মৃতিচারণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় শহিদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৭০০ জন মানুষের স্মৃতিকথা সংগ্রহ করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থা এবং জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে আগামী ৫ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, ‘নোটস অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি এবং মতামত লিখে জমা দিতে পারবেন। মন্ত্রণালয় আশা করছে, এর মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন