শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার

সরকার ১৮ জন জেলা ও দায়রা জজকে অবসরে পাঠিয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিকাশ কুমার সাহা, যিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

অবসরে পাঠানো বিচারকরা হলেন—জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, সহিদুল ইসলাম, আল মাহমুদ ফায়জুল কবীর, মো. নাজিমুদ্দৌলা, এ কে এম মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহী ভূঁইয়া, আবু জাফর মো. কামরুজ্জামান, মো. রুস্তম আলী, নুরুল ইসলাম, এ কে এম এনামুল করিম এবং মোহাম্মদ হোসেন।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিচার বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বিচারক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বিচারক পর্যায়ে কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে। সেই অংশ হিসেবেই এই অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন