শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো অপরাধের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “সম্প্রতি কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের ভূমিকা প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “আজকের দৈনিক যুগান্তরের অনলাইন জরিপে দেখা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না এমন প্রশ্নে ৬২ শতাংশ অনলাইন পাঠক হ্যাঁ-সূচক মত দিয়েছেন, ৩৫ শতাংশ না বলেছেন এবং ৩ শতাংশ কোনো মন্তব্য করেননি। এটি প্রমাণ করে, সাধারণ জনগণও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে একমত পোষণ করছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আসন্ন জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সভায় আলোচনা হয়েছে। তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন এ উপলক্ষে নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালন করবে। সাধারণ মানুষ যেন স্বতঃস্ফূর্ত, নিরাপদ এবং নির্বিঘ্নে এসব অনুষ্ঠানে অংশ নিতে পারে, সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম, এবং র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান এনডিসি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন