শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সরকার ব্যর্থ, ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা এনসিপির

জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এবার নিজেরাই ‘জুলাই সনদ’ প্রকাশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “৩০ দিনের সময়সীমা পার হয়ে গেছে। সরকার কোনো ঘোষণাপত্র দেয়নি। জনগণের প্রত্যাশা অপূর্ণ রেখেছে। তাই এনসিপি নিজ উদ্যোগেই ‘জুলাই সনদ’ প্রকাশ করবে।”

গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি জানান, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু হবে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন দলের নেতারা এবং তাদের অভিজ্ঞতা শুনবেন।

ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়ে নাহিদ ইসলাম বলেন, “যারা আগামীতে ক্ষমতায় আসতে চান, তাদের জনগণকে নির্বাচনের আগে জানাতে হবে—বিচার প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, কোন রোডম্যাপ অনুযায়ী চলবে। এ বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি থাকা জরুরি।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন