শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বাঁশখালীতে ৬ হাজার ইয়াবাসহ টেকনাফের যুবক গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ১০ মিনিটে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হয়। এ সময় মোহাম্মদ ইব্রাহিম (পিতা- রবি আলম, মাতা- খুর্শিদা বেগম, সাং- হোয়াক্যং, নয়া পাড়া, ৫ নং ওয়ার্ড, হোয়াক্যং ইউনিয়ন, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার) কে আটক করা হয়।

পুলিশ জানায়, ইব্রাহিমের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন