শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ০৫ জন আসামী গ্রেফতার

নোয়াখালীর সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ আল ফারুক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) জনাব মনীষ দাশ মহোদয়ের তত্ত্বাবধানে এবং সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোরশেদ আলম-এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

অদ্য ২৬ জুন ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০১.০৫ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম এবং সঙ্গীয় এএসআই (নিঃ) ইলিয়াছ মিয়া, এএসআই (নিঃ) মোঃ হাসান মোরশেদ, এএসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মিলে সোনাইমুড়ী থানাধীন ০৪ নম্বর বারগাঁও ইউনিয়নের মিয়াপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পিটিশন মামলা নং- ৭৫/২৫ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন—

১। মনু, পিতা: আবুল কাশেম

২। স্বপন, পিতা: আবুল কাশেম

৩। আবুল কাশেম, পিতা: মৃত নূর মোহাম্মদ

৪। ইসমাইল হোসেন, পিতা: আবুল কাশেম

৫। আবুল কালাম, পিতা: মৃত নূর মোহাম্মদ

সকল আসামির স্থায়ী ঠিকানা: মিয়াপুর, ০৪ নং বারগাঁও ইউনিয়ন পরিষদ, থানা: সোনাইমুড়ী, জেলা: নোয়াখালী।

গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে। ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার পলাতক আসামীদের গ্রেফতারে সোনাইমুড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন