শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

যশোরে বাবাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে রমিম গ্রেফতার

যশোর, ২১ জুন ২০২৫:

যশোরের চৌগাছায় পিতাকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. রমিম ইসলাম (২৩)–কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর জেলা। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত ৭ মার্চ ভোররাতে নেশার টাকার জন্য বিরোধের জেরে রমিম তার পিতা শরিফুল ইসলাম (৪১)-কে ঘুমন্ত অবস্থায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন ভিকটিমের স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৬, তারিখ ০৮/০৩/২০২৫, ধারা ৩০২ পেনাল কোড)।

পিবিআইয়ের তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তদন্তে জানা যায়, হত্যার পর থেকে রমিম আত্মগোপনে ছিল। পরে রূপগঞ্জ থানার সহযোগিতায় ২০ জুন বিকালে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমিম হত্যার দায় স্বীকার করে এবং তার দেখানো মতে নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

২১ জুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে আসামি।

তদন্তের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এবং তদন্ত করছেন এসআই (নিঃ) রতন মিয়া, পিবিআই যশোর।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন