শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরকে চিনে ফেলায় নৃশংসভাবে নারীকে হত্যা; ঘটনার ২০ ঘন্টার মধ্যে ক্লু-লেস এই ঘটনার রহস্য উদঘাটন

মাননীয় পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সোনাইমুড়ী থানার মামলা নং- ১৮, তারিখ- ২১-০৬-২০২৫খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০/৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে জনাব আ ন ম ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল সাহেবের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়াখালী এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মনির হোসেন এর সমন্বয়ে এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম, এসআই(নিঃ) সুভাষ পাল, এসআই(নিঃ) মিঠুন চন্দ্র শীল, এএসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) মোঃ রেজাউল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ নাছির উদ্দিন’গণ সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২১/০৬/২০২৫খ্রিঃ ভোর ০৩.০০ ঘটিকা হতে সকাল ০৭.০০ ঘটিকা পর্যন্ত ০৪(চার) ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে চোরকে চিনে ফেলায় নৃশংসভাবে নারীকে হত্যার ক্লু-লেস ঘটনার ২০ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোর ০৪.১৫ ঘটিকায় বেগমগঞ্জ থানাধীন দূর্গাপূর এলাকা হতে ক্লু-লেস হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত আসামী মোরশেদ আলম@ মুন্সি(৩২), পিতা- রুহুল আমিন, মাতা- রানী বেগম, সাং- দক্ষিণ দুর্গাপুর (কামলা বাড়ী), ৫ নং ওয়ার্ড, ১১নং দুর্গাপুর ইউনিয়ন, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী’কে গ্রেফতারপূর্বক ধৃত আসামীর দেখানো মতে তার বসতঘরের শয়নকক্ষ হতে ভিকটিম সেতারা বেগম(৭০) এর ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, কয়েকটি প্রিন্ট এর শাড়ী ও জামাকাপড়, ০১ টি সাউন্ড বক্স উদ্ধার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ০৫.২০ ঘটিকায় সোনাইমুড়ী থানাধীন বজরা বাজার এলাকা হতে হত্যার ঘটনায় সরাসরি জড়িত প্রধান আসামী মো: মাহফুজুন নবী সুজন(৩৩), পিতা- মৃত নুর নবী খোকন, মাতা- সেলিনা আক্তার, সাং- বিনয়গর( ভুইঁয়া বাড়ি), ৫ নং ওয়ার্ড, ৫ নং বিনয়গর ইউনিয়ন, থানা- মনোহরগঞ্জ, জেলা- কুমিল্লা’কে গ্রেফতারপূর্বক তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থল ও ধৃত আসামীর হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র দা, একটি স্ক্রু ড্রাইভার, একটি এনড্রয়েড ফোন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আসামীদ্বয়কে থানা হাজতে এনে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার প্রধান আসামী মো: মাহফুজুন নবী সুজন(৩৩) ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন