শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, জাহানারার অবস্থা আশঙ্কাজনক

১৮ জুন ২০২৫

ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে এক নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ ও আহত হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অন্বেষা গার্মেন্টসের পেছনে শামীমের দুই তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—জাহানারা বেগম (৫০), তার ছেলে গার্মেন্টসকর্মী জুয়েল রানা (২২) এবং টাইলস মিস্ত্রি বড় ছেলে জহুরুল ইসলাম (২৮)। দগ্ধদের মধ্যে জাহানারা ও জুয়েলকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, আর জহুরুলকে ঢামেকে পাঠানো হয়েছে।

জুয়েল রানা জানান, “সকালবেলা আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন মা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় মায়ের শরীরে, আর রুমের দেয়াল ধসে পড়ে।” এতে তিনি ও তার বড় ভাই আহত হন।

জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন বলেন, “আমরা পাশের রুমে ছিলাম। বিস্ফোরণের শব্দ এত জোরে হয়েছিল যে, আমাদের রুমের দেয়াল ধসে পড়ে। জহুরুলের ওপর দেয়াল পড়ে সে আহত হয়। পাশের ঘরের আরও দুইজনও আহত হয়েছেন।”

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, জাহানারা বেগমের শরীরের ৬৮ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা চরম আশঙ্কাজনক। ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে এবং তার দুই পা-তেও আঘাত রয়েছে। জহুরুল ইসলাম দগ্ধ না হলেও তার শরীরে গুরুতর আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডার নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন