শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

টংগিবাড়ীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জ, ১৭ জুন ২০২৫

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান সরদার ওরফে বাদশা (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কাঠাদিয়া বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্–আল–ফারুকের নির্দেশনায় ডিবির এসআই (নি.) মোহাম্মদ কামরুল হাসান, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। তল্লাশির সময় রমজান সরদারের কাছ থেকে পাঁচ গ্রাম ওজনের মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

গ্রেফতার হওয়া রমজান সরদারের বাড়ি একই উপজেলার কাঠাদিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান মাদক নিয়ন্ত্রণ–বিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশের ভাষ্য, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অঞ্চলে মাদক ব্যবসায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে আরও তৎপরতা জোরদার করা হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন