শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন মো. আকাশ (২৪) ও মো. হোসেন (২৮)।

জেলা পুলিশ জানায়, গত ১৩ জুন সকাল ৮টার দিকে শিশুটির বাবা-মা পার্শ্ববর্তী ইছাপুরায় একটি বিয়ের অনুষ্ঠানে রান্নাবান্নার কাজে যান। বাসায় একা ছিল শিশুটি ও তার চার বছর বয়সী ছোট ভাই। দুপুর ১২টার দিকে অভিযুক্তরা বাসায় এসে দরজায় কড়া নাড়লে শিশুটি দরজা খুলে দেয়। এরপর তারা জোরপূর্বক ঘরে ঢুকে শিশুটিকে খাটের ওপর নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার পরপরই শিশুটি পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, আকাশের স্থায়ী ঠিকানা মীরকাদিম পৌরসভার গোয়ালঘূর্ণি এলাকার তালুকদারবাড়ি এবং হোসেনের বাড়ি পিরোজপুর হলেও তিনি একই এলাকায় ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন