শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, দুই ভাই গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে একটি পিস্তল, বিদেশি মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ, সেনাবাহিনী ও এনএসআই’র সমন্বয়ে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য এসব উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন—মিজানুর রহমান (৪৫) এবং তার বড় ভাই ফরিদ (৫৫), দুজনই মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটিহোগলা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে মিজানুর রহমানের বসতবাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় মিজান নিজে দেখিয়ে দেয় বাড়ির সামনের একটি গাছের গোড়ায় মাটির নিচে পুঁতে রাখা একটি আগ্নেয়াস্ত্র। পিস্তলটি উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার ও জব্দ করা হয়।

পরে অভিযুক্ত ফরিদের ঘরে তল্লাশির সময়, তার দেখানো মতে একটি ব্যাগ থেকে ৩ বোতল বিদেশি মদ ও ১ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

এছাড়া অভিযান চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় জাকির দেওয়ান নামে আরও একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মুন্সীগঞ্জ থানায় এজাহার দাখিল করে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন