শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নির্বাচন পরবর্তী সহযোগিতা নিয়ে ব্রাজিলের সঙ্গে বিএনপির আলোচনা

নির্বাচন-পরবর্তী সম্ভাব্য সরকার গঠনের প্রেক্ষাপটে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্ণান্দো ডায়াস ফেরেস প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, আগামী দিনের সরকার নির্বাচনের পর ব্রাজিলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। বিশেষভাবে কৃষি, প্রাণিসম্পদ ও বাণিজ্য খাতে কীভাবে ব্রাজিল বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

আমীর খসরু বলেন, “ব্রাজিল এগ্রিকালচার ও লাইভস্টক খাতে অত্যন্ত এগিয়ে। তারা বাংলাদেশের এই খাতে উন্নয়ন ও বিনিয়োগে আগ্রহী। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সক্ষমতাকে কেন্দ্র করেই আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল। “ব্রাজিল নিজেই একটি স্পোর্টস নেশন। ফুটবল, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে তারা বাংলাদেশে সহায়তা করতে আগ্রহী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও ক্রীড়াক্ষেত্রে খুবই উৎসাহী, এবং বাংলাদেশের স্পোর্টস এগিয়ে নিতে তাঁর পরিকল্পনা রয়েছে,” বলেন আমীর খসরু।

বৈঠকে বাংলাদেশে ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনার ইঙ্গিত পাওয়া যায়। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন