শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং অভিযুক্ত গ্রেফতার

কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে দেড় বছর পূর্বে সংঘটিত একটি ক্লুলেস (অজ্ঞাতপরিচয়) হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মাননীয় পুলিশ সুপার, নোয়াখালী জেলার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ ফয়েজ উদ্দীন মহোদয়ের তত্ত্বাবধানে এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব গাজী মুহাম্মদ ফৌজুল আজিম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে অংশ নেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব বিমল কর্মকার ও এসআই মোঃ মহসিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ। তারা পেশাগত দক্ষতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে রুজুকৃত মামলা নং-১১, ধারা ৩০২/৩৪ পেনাল কোডের (হত্যা) ক্লুলেস মামলাটির তদন্তে সাফল্য অর্জন করেন।

ঘটনায় জড়িত আসামি নুরুল আলম রনি (২৭), পিতা- সফিকুল আলম বাহার, মাতা- সেতারা বেগম, সাং- মুছাপুর, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে, যেখানে সে মামলার ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন