শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মধ্য ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, আহত অন্তত ২০

মধ্য ইসরাইলে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় অন্তত দুইজন ইসরাইলি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার (১৪ জুন) ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল ও চ্যানেল ১২ এর বরাত দিয়ে জানা গেছে।

প্রাথমিকভাবে ইসরাইলের জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA) জানায়, ভোরে মধ্য ইসরাইলের একাধিক আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১৯ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে শামির মেডিক্যাল সেন্টার এবং উলফসন মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

পরে হিব্রু সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মধ্য ইসরাইলের রিশন লেজিওন এলাকায় ক্ষেপণাস্ত্রের দ্বিতীয়বার আঘাতে আরও একজন নিহত হন। এই এলাকায় আবাসিক ভবনগুলোতে সরাসরি আঘাত হানার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন