শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামি কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ০৩টি সিআর এবং ০২টি জিআর পরোয়ানাভুক্ত মোট ০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন:

১। আবু নাছের খান বাহাদুর

  • পিতা: আবুল কালাম
  • সাং: দক্ষিণ রামপুর, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: নোয়াখালী
  • মামলা নং: সিআর-৫০৩/২৪
  • গ্রেফতারকারী কর্মকর্তা: এসআই (নিরস্ত্র) আবদুর রাজ্জাক সঙ্গীয় ফোর্সসহ।

২। নুর আলম শামীম

  • পিতা: আবদুল ফাত্তাহ
  • সাং: চরকাঁকড়া, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: নোয়াখালী
  • মামলা নং: সিআর-১৩/২২ ও জিআর-৭০৮/২০
  • গ্রেফতারকারী কর্মকর্তা: এএসআই (নিরস্ত্র) মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ।

৩। রাশেদ

  • পিতা: মৃত আবু ছায়েদ
  • সাং: সিরাজপুর, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: নোয়াখালী
  • মামলা নং: জিআর-২২৬৪/১৩
  • গ্রেফতারকারী কর্মকর্তা: এএসআই (নিরস্ত্র) আবদুল হান্নান, র‌্যাব-এর সহযোগিতায়।

৪। মনির হোসেন

  • পিতা: মৃত আবুল হোসেন
  • সাং: বসুরহাট পৌরসভা, থানা: কোম্পানীগঞ্জ, জেলা: নোয়াখালী
  • মামলা নং: সিআর-৭০৭/২৪
  • গ্রেফতারকারী কর্মকর্তা: এএসআই (নিরস্ত্র) মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ।

গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন