শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী কর্তৃক পরিচালিত গোপন অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার সুধারাম মডেল থানাধীন ০১নং চরমটুয়া ইউনিয়নের ব্রক্ষপুর এলাকায় মোস্তাফা ড্রাইভারের ফলবান বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) মোহাম্মদ আল আমিন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানে অংশ নেন।

অভিযানকালে বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ফজলু মিয়া (২৯)। তার পিতার নাম মোস্তাফা ড্রাইভার ও মাতার নাম মৃত নুর নাহার। সে ব্রক্ষপুর (ফলবান বাড়ি), ০৯নং ওয়ার্ড, চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফজলু মিয়া একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন